সীতারাম জিন্দাল স্কলারশিপ ( Sitaram Jindal scholarship ) !! একাদশ থেকে সমস্ত শ্রেণী !! ৬০০০-৩৮৪০০ টাকা পর্যন্ত !!

Sitaram Jindal Scholarship - 

গরিব ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের বেশি দূর পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়া খুবই কষ্টকর কেননা অর্থনৈতিক ক্ষেত্র বারবার বাধা দেয়। তাই সীতারাম জিন্দাল ফাউন্ডেশন ওই সমস্ত গরিব ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য সীতারাম জিন্দাল স্কলারশিপ দিয়ে থাকে। সীতারাম জিন্দাল স্কলারশিপ একাদশ শ্রেণী থেকে পোস্ট গ্রাজুয়েট ও বিভিন্ন ডিপ্লোমা কোর্সের শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করে থাকে। এই পোষ্টের মাধ্যমে আপনারা সীতারাম জিন্দাল স্কলারশিপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন।

👉 সীতারাম জিন্দাল ফাউন্ডেশন কি ( what is Sitaram Jindal foundation in Bengali )

সীতারাম জিন্দাল ফাউন্ডেশন (SJF), পূর্বে এস জে জিন্দাল ট্রাস্ট নামে পরিচিত, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত একটি সাহায্যকারী অনুদান সংস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে দরিদ্রদের সেবা করার মানবিক উদ্দেশ্য নিয়ে বেঙ্গালুরুতে আন্তর্জাতিক এনজিওগুলির মধ্যে অন্যতম। এর প্রতিষ্ঠাতা ডক্টর সীতারাম জিন্দালের , ফাউন্ডেশন সমাজের বিভিন্ন অংশে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের মৌলিক চাহিদার প্রচার এবং সাহায্য প্রদান করে আসছে জাতি এবং ধর্ম এবং ধর্ম নির্বিশেষে

ফাউন্ডেশনটি বেঙ্গালুরুর অন্যতম শীর্ষ এনজিও এবং দরিদ্র ও বঞ্চিতদের সুবিধার জন্য অনেক কল্যাণমূলক প্রকল্প এবং বৃত্তিমূলক কোর্স চালু ও পরিচালনার পাশাপাশি বেশ কয়েকটি স্কুল, কলেজ, হাসপাতাল স্থাপন করেছে এবং অনেক পাঠশালা (গ্রামীণ স্কুল) নির্মাণ করেছে। এবং প্রতি বছর ১২০০০ এরও বেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের পাশাপাশি, ফাউন্ডেশন ৪৬ বছরেরও বেশি সময় ধরে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ৫০০ টিরও বেশি দাতব্য প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

👉 সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্টুডেন্টস স্কলারশিপ গুলিকে বিভিন্নভাবে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে তা প্রদান করে থাকেন । নিম্নে প্রত্যেকটি ক্যাটাগরি অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হল।- 

    📝 Category-A ( Xi-Xii Course )

         > ক্লাস - একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য

         > মার্কস পার্সেন্টেজ - এই স্কলারশিপের জন্য পূর্ববর্তী কোর্সে কমপক্ষে ছেলেদের ৬০% এবং মেয়েদের ৫৫% ( তবে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের ছেলেদের ৬৫% এবং মেয়েদের ৬০% নাম্বার এবং কর্নাটকের শিক্ষার্থীদের ছেলেদের ৭০% এবং মেয়েদের ৬৫% ) পেয়ে থাকতে হবে।

         > স্কলারশিপ এ টাকার পরিমান - ছেলেদের মাসিক ৫০০ টাকা অর্থাৎ বছরে ৬০০০ হাজার টাকা এবং মেয়েদের মাসিক ৭০০ টাকা অর্থাৎ বাৎসরিক ৮৪০০ টাকা প্রদান করা হয়।

    📝 Category-B ( For ITI ) 

         > ক্লাস - ITI শিক্ষার্থীদের জন্য

          > মার্কস পার্সেন্টেজ - এই স্কলারশিপের জন্য সরকারি iti শিক্ষার্থীদের কমপক্ষে পাসিং মার্কস থাকতে হবে। এবং প্রাইভেট বা বেসরকারি iti শিক্ষার্থীদের কমপক্ষে ছেলেদের ৪৫% এবং মেয়েদের ৩৫% মার্কস পেয়ে থাকতে হবে।

      > স্কলারশিপ এ টাকার পরিমান - সরকারি iti শিক্ষার্থীদের মাসে ৫০০ টাকা অর্থাৎ বছরে ৬০০০ টাকা। এবং প্রাইভেট অর্থাৎ বেসরকারি iti শিক্ষার্থীদের মাসে 700 টাকা অর্থাৎ বছরে ৮৪০০ টাকা প্রদান করা হয়ে থাকে।

    📝 Category-C ( For Graduate Course )

         > ক্লাস - Graduate Courses যেমন :

B.A., B.Com, B.Sc., BFA, BCA, BBA, BBM, Bachelor of Business Economics/Finance, B.Sc. (Ag.), BVSC Integrated course of 5 years (first 3 years will be treated as graduation course) 

         > মার্কস পার্সেন্টেজ - এই স্কলারশিপের জন্য পূর্ববর্তী কোর্সে কমপক্ষে ছেলেদের ৫৫% এবং মেয়েদের ৫০% ( তবে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের ছেলেদের ৬৫% এবং মেয়েদের ৬০% নাম্বার এবং কর্নাটকের শিক্ষার্থীদের ছেলেদের ৬৫% এবং মেয়েদের ৬০% নাম্বার ) পেয়ে থাকতে হবে।

         > স্কলারশিপ এ টাকার পরিমান - ছেলেদের মাসিক ১১০০ টাকা অর্থাৎ বছরে ১৩২০০ হাজার টাকা এবং মেয়েদের মাসিক ১৪০০ টাকা অর্থাৎ বাৎসরিক ১৬৮০০ টাকা প্রদান করা হয়।

    📝 Category-D (For Post Graduation Courses )

         > ক্লাস - Post Graduation Courses like:

1. M.A., M.Phil, M.Com, M.Lib (Science), MBA, Master of Business Economics/Finance/ Human Resources Management/ International Business/ M.Sc. / MVSc, M.Sc. (Agriculture), MCA, Organic Agriculture, Solar Energy, Rural/Urban Management, Integrated course for 5 years (remaining 2 years amount for post graduation basis).

        > মার্কস পার্সেন্টেজ -  এই স্কলারশিপের জন্য পূর্ববর্তী কোর্সে কমপক্ষে ছেলেদের ৬০% এবং মেয়েদের ৫৫% ( তবে কর্নাটকের শিক্ষার্থীদের ছেলেদের ৬৫% এবং মেয়েদের ৬০% ) পেয়ে থাকতে হবে।

       > স্কলারশিপ এ টাকার পরিমান - ছেলেদের মাসিক ১৫০০ টাকা অর্থাৎ বছরে ১৮০০০ টাকা এবং মেয়েদের মাসিক ১৮০০ টাকা অর্থাৎ বাৎসরিক ২১৬০০ টাকা প্রদান করা হয়।

       📝 Category-D ( Diploma Course )

              > ক্লাস - 1. Diploma Courses - (all streams)

2. Diploma in the field of Environment like : Environment Scientist, Environment Engineer and Environment Journalist.

3. Diploma in Nursing, Pharmacy & Physiotherapy

4. Diploma in Medical Laboratory, X Ray Technology, Operation Theatre Technology, Dialysis Technology, Opthalmic Technology, Dental Mechanics

              > মার্কস পার্সেন্টেজ - এই স্কলারশিপের জন্য পূর্ববর্তী কোর্সে কমপক্ষে ছেলেদের ৫৫% এবং মেয়েদের ৫০% পেয়ে থাকতে হবে।

             > স্কলারশিপ এ টাকার পরিমান - ছেলেদের মাসিক ১০০০ টাকা অর্থাৎ বছরে ১২০০০ টাকা এবং মেয়েদের মাসিক ১২০০ টাকা অর্থাৎ বাৎসরিক ১৪৪০০ টাকা প্রদান করা হয়।

     📝 Category-E ( Engineering & Medicine Courses )

           > ক্লাস - i) Graduate Engineering Courses (all streams) including Architecture

ii) Graduate Medicine Courses including Naturopathy, M.B.B.S, Dental, B.Pharma, Homeopathy and Ayurveda

iii) PG Courses Engineering & Medicine Courses including Homeopathy, Naturopathy, M.Pharma, Surgery (excluding MDS)

           > মার্কস পার্সেন্টেজ - এই স্কলারশিপের জন্য পূর্ববর্তী কোর্সে কমপক্ষে ছেলেদের ৬৫% এবং মেয়েদের ৬০% পেয়ে থাকতে হবে।

         > স্কলারশিপ এ টাকার পরিমান - ছেলেদের মাসিক ২০০০-২৮০০ টাকা অর্থাৎ বছরে ২৪০০০-৩৩৬০০ টাকা এবং মেয়েদের মাসিক ২৩০০-৩২০০ টাকা অর্থাৎ বাৎসরিক ২৭৬০০-৩৮৪০০ টাকা প্রদান করা হয়।

👉 সীতারাম জিন্দাল স্কলারশিপ আবেদনের ডকুমেন্টস সমূহ ( applying documents for Sitaram Jindal scholarship in Bengali )?

   - ছাত্র ফটোগ্রাফ (Student Photograph)

  - পূর্ববর্তী একাডেমিক মার্ক শীটের ফটো কপি ( copy of previous academic mark sheet)

  - ইনকাম সার্টিফিকেট ( Income certificate )

  - মাধ্যমিক এডমিট কার্ড ( madhyamik admit card )

  - আধার তালিকাভুক্তি/আধার কার্ডের স্ক্যান কপি ( Aadhar Enrollment/Aadhar Card)

  - বর্তমান কোর্স ভর্তির ফি এর ফটো কপি (Fee receipt of current course year)

  - ছাত্রের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ( students bank account )

  - Certificate regarding students admission under Govt Merit Quota as per Annexure-VII (in case of B,Sc(Ag), B.Sc(Forestry), BVSC,

Diploma, Engineering, Medical & MBA students)

  - হোস্টেলের স্লিপ, যদি হোস্টেলে থাকে ( For hostellers )

  - প্রতিবন্ধী সার্টিফিকেট, যদি প্রতিবন্ধী হয় ( For physically challenged, certificate from competent authority)


👉 সীতারাম জিন্দাল স্কলারশিপ আবেদনের আবেদনের যোগ্যতা ( eligibility criteria for Sitaram Jindal scholarship in Bengali ) ?

     - পারিবারিক বাৎসরিক আয় ২.৫০ লাখ টাকার মধ্যে হতে হবে। এবং যারা চাকরি করে তাদের পারিবারিক বাৎসরিক আয় ৪ লাখ টাকার মধ্যে হতে হবে।

     - মাঝে যদি এক বছর গ্যাপ অর্থাৎ ড্রপ থাকে তাহলে কিন্তু যোগ্য নয়। 

     - আবেদনকারীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে।

     - নির্দৃষ্ট কোর্স গুলির জন্য উপরিউক্ত নাম্বারের পার্সেন্টেজ গুলি থাকতে হবে । 

👉 সীতারাম জিন্দাল স্কলারশিপ  পদ্ধতি ( Applying Method for Sitarআবেদনam Jindal scholarship in Bengali )

      > সীতারাম জিন্দাল স্কলারশিপের আবেদন অনলাইনে করা হয় না। স্কলারশিপের আবেদনের জন্য এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে তা ফিল-আপ করে হেডমাস্টার বা প্রিন্সিপাল এর সিগনেচার করিয়ে এর অফিস অ্যাড্রেস এ পোষ্ট করতে হবে। নিম্নে ফর্মটির ডাউনলোড লিঙ্ক, অফিসিয়াল অ্যাড্রেস, অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হল।

👉 সীতারাম জিন্দাল স্কলারশিপ ফর্ম ডাউনলোড লিঙ্ক ( Sitaram Jindal Scholarship Form Download Link in Bengali )

    > https://drive.google.com/file/d/1P__4LBCSO1smtpQViHEfF4jspvhZGK81/view?usp=drivesdk


👉 সীতারাম জিন্দাল স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইট ( Sitaram Jindal Scholarship Official Website in Bengali )

    > https://www.sitaramjindalfoundation.org/scholarships-for-students-in-bangalore.php#

👉 সীতারাম জিন্দাল স্কলারশিপ অফিসিয়াল অ্যাড্রেস ( Sitaram Jindal Scholarship Official Address in Bengali )

  ফর্মটি ডাউনলোড করে ফিলাপ করার পর নিম্নের এই অ্যাড্রেসে সেন্ট করতে হবে পোষ্টের মাধ্যমে -

  >> The Trustee, Sitaram Jindal Foundation,

   Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073

Post a Comment

0 Comments