অটল পেনশন যোজনা ( Atal Pension Yojana ) -
👉 অটল পেনশন যোজনা কি ( What is Atal Pension Yojana ) ?
অটল পেনশন যোজনা (এপিওয়াই), ভারতের নাগরিকদের জন্য একটি পেনশন প্রকল্প যা অসংগঠিত খাতে কাজ করা শ্রমিকদের জন্য একটি প্রকল্প। বিশেষত যারা বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থা বা সেক্টরে কাজ করেন বা কৃষি ক্ষেত্র বা যেকোনো ধরনের ছোট-বড় দোকানপাট চালায় বা করেন বা অন্যান্য কিছু কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু ৬০ বছরের পর সরকারি ক্ষেত্রের মত কোন পেনশন পান না তাদের জন্যই এই পেনশন প্রকল্প , তবে সরকারি ক্ষেত্রে কাজ করা ব্যক্তিরাও এই যোজনার জন্য আবেদন করতে পারেন। এপিওয়াইয়ের যোজনার আওতায় গ্রাহকগণের অবদানের উপর নির্ভর করে ৬০ বছর বয়স থেকে প্রতি মাসে ১০০০ / - বা ২০০০ / - বা ৩০০০/ - বা ৪০০০ বা ৫০০০ / - টাকার গ্যারান্টিযুক্ত ন্যূনতম পেনশনের গ্যারান্টি দেওয়া হয়। ভারতের যে কোনও নাগরিক এপিওয়াই স্কিমে যোগ দিতে পারেন।
👉 অটল পেনশন যোজনার সূচনা (When did the Atal Pension Scheme start) ?
- অটল পেনশন যোজনা, পূর্বে স্বাবলম্বন যোজনা (Swavalamban Yojana) নামে পরিচিত ভারতবর্ষের একটি সরকার সমর্থিত পেনশন প্রকল্প যা মূলত অসংগঠিত হাতে কাজ করা ব্যাক্তিদের লক্ষ্য করে। ২০১৫ সালের বাজেট প্রস্তাবের সময় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই যোজনার উল্লেখ করেছিলেন। পরবর্তীকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯মে ২০১৫ তে কলকাতায় এই যোজনার উদ্বোধন (launched) করেছিলেন।
👉 অটল পেনশন যোজনার জন্য কি কি এলিজিবিলিটি প্রয়োজন ( Eligibility for Atal Pension Yojana )?
- আবেদনকারীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে ।
- আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
- আবেদনকারীর যে কোন ব্যাংকে বা পোস্ট অফিসে একাউন্ট থাকতে হবে।
- আবেদন কারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে।
- আবেদনকারীর একটি মোবাইল নাম্বার থাকতে হবে।
- আবেদনকারীকে কমপক্ষে কুড়ি বছর এই যোজনার মধ্য কন্ট্রিবিউট করতে হবে।
👉 মাসিক কন্ট্রিবিউট বয়স অনুপাতে লিস্ট ( age wise monthly contribution list of Atal Pension Yojana ) ?
- মাসিক কন্ট্রিবিউট বয়স অনুপাতে কত করে করলে পরবর্তীকালে ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন তার লিস্ট নিম্নরূপ।
👉 আবেদনের পদ্ধতি সমূহ ( how to apply for atal Pension Yojana ) ?
- সমস্ত ভারতীয় ব্যাংকে এই প্রকল্পটি উপলব্ধ রয়েছে। আপনি আপনার Atal Aension Yojana ( APY) অ্যাকাউন্ট শুরু করতে এই ব্যাঙ্কগুলির যে কোনওটিতে যেতে পারেন।
- - অটল পেনশন যোজনার ফর্মগুলি অনলাইনে ডাউনলোড করা যায় এবং ব্যাঙ্কেও উপলব্ধ রয়েছে। আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করতে পারেন।
- ফর্মগুলি ইংরেজি, হিন্দি, বাংলা, গুজরাটি, কান্নাডা, মারাঠি, ওড়িয়া, তামিল এবং তেলেগুতে ভাষাই উপলব্ধ।
- - আবেদন ফর্মটি পূরণ করুন এবং এটি আপনার ব্যাংকে জমা দিন। সঙ্গে আপনার আধার কার্ডের একটি ফটোকপি জমা দিন।
- অবশ্যই ফরমটি পূরণ করার সময় মোবাইল নাম্বার দিবেন বা ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকলেও চলবে।
-- আর যদি আপনি অনলাইনে তে অটল পেনশন যোজনার জন্য এপ্লাই করতে চান তাহলে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট আইডিতে লগইন হয়ে অটল পেনশন যোজনার জন্য এপ্লাই করতে পারবেন।
:: অ্যাপ্লিকেশন অনুমোদিত হলে আপনাকে একটি মেসেজ পাঠানো হবে আপনার সংযুক্ত থাকা মোবাইল নাম্বার এ।
👉 অটল পেনশন যোজনা আবেদনকারীর মৃত্যু হলে কি হবে (What happens if the Atal Pension Yojana applicant dies ?
- যিনি এই স্কিনের জন্য আবেদন করবেন তিনার যদি 60 বছরের আগে বা পরে মৃত্যু হয়ে যায় তাহলে এই স্কিমের লাভ পাবেন তিনার স্ত্রী। এবং স্ত্রী ও পুরুষ উভয়েরই যদি মৃত্যু হয় তাহলে স্কিমের লাভ ভোগ করবেন তিনার ওয়ারিশরা বা তিনি যাকে নমিনি করে রাখবেন।
👉 যদি কোন ব্যক্তি 60 বছরের পূর্বেই তার যোজনাটিকে ভাঙতে চায় তাহলে কি হবে ( What if a person wants to break their Atal Pension Yojana plan before the age of 60 ) ?
- আর যদি কোন ব্যক্তি ৬০ বছরের পূর্বেই এই স্কিম না চালাতে চান তাহলে তিনি যত বৎসর টাকা কন্ট্রিবিউট করবেন তার সুদ সমেত তিনি ফেরত পেয়ে যাবেন।
👉 অটল পেনশন যোজনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ ( important data for Atal Pension Yojana )
- যেহেতু প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার স্কিম অনুযায়ী টাকা কাটা হবে, তাই আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার অ্যাকাউন্টের জন্য পর্যাপ্ত টাকা থাকে যে টাকা আপনার পেনশন যোজনার জন্য কন্ট্রিবিউট হবে।
- আপনি নিজের ইচ্ছায় আপনার যোজনাটি আপগ্রেড করতে পারেন। আপনাকে কেবল আপনার ব্যাঙ্কে গিয়ে আপনার ম্যানেজারের সাথে কথা বলতে হবে এবং প্রয়োজনীয় পরিবর্তন করতে হবে।
- আপনি যদি আপনার অর্থ প্রদানের ক্ষেত্রে খেলাপি হন তবে একটি জরিমানা আদায় করা হবে। মাসিক 100 টাকা কন্ট্রিবিউট হিসেবে ১ টাকা করে জরিমানা দিতে হবে।
- আপনি যদি 6 মাসের জন্য আপনার অর্থ প্রদানের ক্ষেত্রে খেলাপি হন তবে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় এবং যদি 12 মাস ধরে আপনার যোজনায় কোন টাকা কন্ট্রিবিউট না করেন তাহলে আপনার যোজনা টি বন্ধ হয়ে যাবে এবং অবশিষ্ট অর্থ আপনাকে ফেরত দেওয়া হবে সুদ সমেত ওই দিন পর্যন্ত যত আপনার সুদ হবে।
- যিনি এই স্কিনের জন্য আবেদন করবেন তিনার যদি 60 বছরের আগে বা পরে মৃত্যু হয়ে যায় তাহলে এই স্কিমের লাভ পাবেন তিনার স্ত্রী। এবং স্ত্রী ও পুরুষ উভয়েরই যদি মৃত্যু হয় তাহলে স্কিমের লাভ ভোগ করবেন তিনার ওয়ারিশরা বা তিনি যাকে নমিনি করে রাখবেন।
- যদি আপনি কোনও কারণে 60 বছর বয়সের আগে এই প্রকল্পটি বন্ধ করে দেন তবে আপনার অবদানের সাথে সুদের উপার্জন কেবল ফিরে পাবেন। আপনি সরকারের সহযোগিতা অর্থাৎ ৬০ বছর পরে যে ১০০০ - ৫০০০ টাকা পর্যন্ত আপনার কন্ট্রিবিউট হিসেবে পেনশন পেতেন তা কিন্তু আর পাবেন না।
👉 অটল পেনশন যোজনা সম্পর্কিত প্রশ্ন উত্তর [ FAQs on Atal Pension Yojana ( APY ) ]
- প্রশ্ন: Atal Pension Yojana প্রকল্পের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলি কী কী(What are the documents required to apply for the APY Scheme) ?
উত্তর:- Atal Pension Yojana প্রকল্পের আবেদনের জন্য আপনাকে ফর্মটি পূরণ করতে হবে এবং সঙ্গে আপনার আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে । অন্য কোন নথি প্রয়োজন হয় না।
- প্রশ্ন: Atal Pension Yojana প্রকল্পটি সক্রিয় করা হয়েছে কি না কীভাবে আমি জানব ( How will I know if the pension scheme is activated )?
উত্তর:- আপনি Atal Pension Yojana প্রকল্পটি সক্রিয় হওয়ার পরে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে যে মোবাইল নাম্বার আপনি দিবেন ।
-প্রশ্ন: Atal Pension Yojana প্রকল্পে যোগদানের শেষ তারিখ কবে( When is the last date to join the Atal Pension Yojana Scheme ) ?
উত্তর:- Atal Pension Yojana প্রকল্পে যোগদানের শেষ তারিখ নেই। বছরের যেকোনো সময় এই যোজনার জন্য আবেদন করতে পারেন। বা ব্যাংকে গেলে আপনারা আরও খুব ভালোভাবে জানতে পেরে যাবেন।
- প্রশ্ন: অটল পেনশন যোজনা প্রকল্পে যোগদানের জন্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স কত ( What are the minimum and maximum age to join this scheme )?
উত্তর:- সর্বনিম্ন বয়স 18 বছর। এই প্রকল্পটি কলেজ ছাত্রদের জন্যও উন্মুক্ত। সর্বোচ্চ বয়স 40 বছর।
প্রশ্ন: আমার টাকা নিরাপদ? সরকার পরিবর্তন হলে কি এই স্কিম পরিবর্তন হবে ( my money is safe if the scheme be changed when the government changes? )?
উত্তর: অটল পেনশন যোজনা প্রকল্পটি বাজেট অধিবেশনে ভারতের সংসদ ( পার্লামেন্ট ) দ্বারা পাস করা হয়। সরকারের কোনও পরিবর্তন হলে এই প্রকল্পটি বন্ধ হবে না এবং আপনার অর্থ নিরাপদ থাকবি। তবে যে কোনও সরকারের প্রকল্পের নাম পরিবর্তন করার অধিকার রয়েছে।
:: তো এই পোস্টের মাধ্যমে আপনারা অটল পেনশন যোজনা সম্পর্কে খুঁটিনাটি জানতে পারলেন। এখনো যদি এই যোজনা সম্পর্কে কোন কিছু জানার থাকে তো নিচে কমেন্ট করবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাল থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ !
0 Comments