Bandhan Bank Loan Apply !! ৫০,০০০ থেকে ৫,০০০০০ টাকা পর্যন্ত !!

 Bandhan Bank Loan Apply -

Bandhan Bank loan Apply

বন্ধুরা, এটা আমাদের সবার সাথে অনেকবার ঘটে যে আমাদের ছোট ছোট কাজের জন্য আমাদের কাছে অনেক সময় টাকা থাকে না। আর সেই সময় আমাদের টাকার খুবই প্রয়োজন হয়। এবং আমরা কারও কাছে এত কম বা বেশি টাকা চাইতে লজ্জা বোধ করি, তাই আমরা কারও কাছে টাকা চাইতেও পারি না। এমন অবস্থায় আমরা খুব মন খারাপ করে থাকি কারণ টাকা থাকলে কাজ হয় না হলে কি করে সেই কাজ হয়, যদিও হয়তো আমাদের কাছে কিছু টাকা থাকে কিন্তু সেই সময় আমাদের অনেক টাকার প্রয়োজন হয়। বন্ধুরা যদি আপনিও একই সমস্যায় আটকে থাকেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে না, যে আপনি কোথা থেকে টাকা পাবেন। কারণ আজ আমি আপনাকে অনলাইন লোন অ্যাপ সম্পর্কে বলতে যাচ্ছি। যার সাহায্যে আপনি অল্প থেকে বেশি পরিমাণে লোনের জন্যও আবেদন করতে পারবেন। এর সাথে আপনার প্রয়োজনও পূরণ হবে এবং আপনাকে কারও কাছে টাকা চাইতে হবে না। বন্ধুরা, যদিও অনেক অনলাইন লোন অ্যাপ আছে, কিন্তু আজ আমি আপনাকে  Bandhan Bank  loan  সম্পর্কে বলবো। বন্ধুরা, আজকের পোস্টে, আপনি জানতে পারবেন কিভাবে আপনি Bandhan Bank loan এর জন্য আবেদন করতে পারবেন, Bandhan Bank loan এর জন্য আপনার কোন ডকুমেন্টস এর প্রয়োজন হবে, আপনি Bandhan Bank  loan থেকে কত দিনের জন্য লোন নিতে পারবেন। Bandhan Bank  থেকে লোন নিলে আপনাকে কত টাকা সুদ দিতে হবে,আজকের এই পোস্টে সমস্ত তথ্য জানতে পেরে যাবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন  বিস্তারিত জেনে নেয়া যাক।

👉 Bandhan Bank কি ( What is Bandhan Bank in Bengali )?
       - বাঁধন ব্যাংক লিমিটেড একটি ভারতীয় ব্যাংকিং এবং আর্থিক সেবা কোম্পানি, যার সদর দপ্তর কলকাতা, পশ্চিমবঙ্গে অবস্থিত। বন্ধন ব্যাংক ভারতের 36 টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে 34 টিতে উপস্থিত, যেখানে 5,596 ব্যাংকিং আউটলেট এবং 2.35 কোটিরও বেশি গ্রাহক রয়েছে। 
👉Bandhan Bank থেকে কত টাকা  লোন পাওয়া যায় ( How much loan can be taken from Bandhan Bank  loan in Bengali )?
     - যে কোনো loan কোম্পানি থেকে লোন নেওয়ার আবেদনের আগে এটা অবশ্যই জানতে হবে, ওই কোম্পানী থেকে আমরা  কত টাকা লোন পেতে পারি, ওই টাকা লোন নেওয়ার পর আমাদের অর্থের চাহিদা কি পূরণ হবে? বন্ধুরা, যদি আমি Bandhan Bank লোন এর কথা বলি, তাহলে এখান থেকে আপনি ৫০,০০০ থেকে ৫,০০০০০ টাকা পর্যন্ত loan নিতে পাবেন।
👉 Bandhan Bank লোন কতদিনের জন্য নেওয়া যায় ( How long can be taken for Bandhan Bank loan in Bengali ) ?
      - আপনারা যদি কোন কোম্পানি থেকে লোন নিতে যান আপনাদেরকে এই বিষয়টা খুবই লক্ষ্য রাখতে হবে যে লোনটা আপনারা কত সময়ের জন্য পাচ্ছেন। কেননা হয়তো কোন কোম্পানি বা প্ল্যাটফর্ম থেকে লোন নিলেন কিন্তু আপনার  কাছে টাকা আসার পূর্বেই সেই লোন পরিশোধ করার সময় এসে গেলো তো আপনারা ওই পরিস্থিতিতে লোন পরিশোধ করতে পারবেন না। Bandhan Bank লোন পরিশোধের জন্য আপনারা  ৩৬ মাস পর্যন্ত সময় পাবেন।
👉Bandhan Bank লোন এ কত % সুদ ( interest ) দিতে হয় ( what is % of interest for Bandhan Bank loan in Bengali ) ?
     - যে কোনো কোম্পানি থেকে লোন নেওয়ার সময় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে লোন আপনি নিচ্ছেন তাতে কত % করে সুদ দিতে হবে কেননা এই বিষয়ে যদি আপনারা লোন নেয়ার সময় লক্ষ্য না রাখেন তাহলে পরবর্তী সময়ে লোন পরিশোধ করার সময় লোন এমাউন্ট এর সঙ্গে বেশি পরিমাণে সুদ দিয়ে পরিশোধ করতে হবে। Bandhan Bank লোন এ লোন নিলে সর্বনিম্ন ১০.৯৯% থেকে সর্বোচ্চ ১৮% করে সুদ লাগতে পারে।
     উদাহরণ হিসেবে ১,০০০০০ টাকা ১০.৯৯% সুদে ১২ মাসের জন্য নেন তাহলে আপনাকে সুদ দিতে হবে ১০,৯৯০ টাকা অর্থাৎ টোটাল আপনাকে ১,১০,৯৯০ টাকা পেমেন্ট করতে  হবে। অর্থাৎ মাসিক EMI হিসেবে পেমেন্ট করতে হবে ৯২৪৯.১৭ টাকা পেমেন্ট করতে টাকা।    
👉 Bandhan Bank থেকে কি কি লোন নেওয়া যায় (What loans can be taken from Bandhan Bank in Bengali)?
         - Bandhan Bank থেকে আপনারা Bandhan Bank personal loan নিতে পারেন।
      - Bandhan Bank থেকে আপনারা Bandhan Bank Business loan নিতে পারেন।
       - Bandhan Bank থেকে আপনারা Bandhan Bank EMI loan নিতে পারেন।
      - Bandhan Bank থেকে আপনারা Bandhan Bank Home loan নিতে পারেন।
      - Bandhan Bank থেকে আপনারা Bandhan Bank Gold Loan নিতে পারেন।
      - Bandhan Bank থেকে আপনারা Bandhan Bank Two-wheeler ( bike ) loan নিতে পারেন।
👉 Bandhan Bank লোন এর কি কি সুবিধা রয়েছে ( what is advantages of Bandhan Bank loan in Bengali ) ?
      > তো বন্ধুরা মার্কেটে অনেক ধরনের কম্পানি বা প্ল্যাটফর্ম রয়েছে যা লোন প্রোভাইড করে থাকে কিন্তু আপনি কেন Bandhan Bank থেকে লোন নিবেন । এর কারণ গুলি হল -
        - Bandhan Bank এর জন্য কোন গ্যারান্টার  এর প্রয়োজন হয় না ।
      - Bandhan Bank বাড়িতে বসেই অনলাইনে এপ্লাই করতে পারবেন । আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না।
      - Bandhan Bank এ লোন অ্যাপ্রুভ হলে দু'দিনের মধ্যেই আপনার একাউন্টে ক্রেডিট করে দেওয়া হয়।
      - Bandhan Bank personal loan এ ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।
      - Bandhan Bank এ লোন পরিশোধ করার জন্য ৩৬ মাস পর্যন্ত সময় পেয়ে যাবেন।
    - Bandhan Bank এর টাকা আপনারা নিজস্ব প্রয়োজনে যে কোন খাতে ব্যাবহার করতে পারবেন।
    - Bandhan Bank লোন ভারতবর্ষের যেকোনো ব্যক্তি নিতে পারেন।

👉Bandhan Bank এর ব্যবহার কোথায় কোথায় করা যাবে ( where you can use Bandhan Bank loan in Bengali ) ?
          Bandhan Bank লোনের টাকা আপনারা যে কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যেমনঃ-,
           - Bandhan Bank লোনের টাকা আপনারা পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
           - Bandhan Bank লোনের টাকা আপনারা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
           -  Bandhan Bank লোনের টাকা আপনারা নিজস্ব সংসার চালানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
           - Bandhan Bank লোনের টাকা আপনারা গাড়ি কেনার  ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
           -  Bandhan Bank লোনের টাকা আপনারা বাড়ি তৈরীর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
           - Bandhan Bank লোনের টাকা আপনারা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ কেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
            - Bandhan Bank লোনের টাকা আপনারা যেকোনো ধরনের ব্যবসা করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
             - Bandhan Bank লোনের টাকা আপনারা ট্রাভেল অর্থাৎ বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
             - Bandhan Bank লোনের টাকা আপনারা নিজস্ব খরচা চালানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।

👉Bandhan Bank Loan কারা কারা নিতে পারবেন ( who is take Bandhan Bank loan in Bengali ) ?
            - আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে Bandhan Bank এর জন্য এপ্লাই করতে পারেন ।
             - আপনার বয়স সর্বনিম্ন ২১ বছর হতে হবে ।

👉Bandhan Bank এর জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন ( which document are required for Bandhan Bank loan in Bengali) ?
      - ID proof ( আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/ পাসপোর্ট )
       - Address proof ( আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/ পাসপোর্ট )
      - PAN card
      - Bank Passbook

👉 Bandhan Bank এর জন্য এপ্লাই কিভাবে করা যায় ( how to apply for Bandhan Bank in Bengali )?

How to apply for Bandhan Bank personal loan in Bengali

      > প্রথম,- আপনাকে Bandhan Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে।
      > দ্বিতীয়,- বাম দিকের ওপর দিকে থ্রি-লাইন এ ক্লিক করতে হবে। তো আপনারা বিভিন্ন ধরনের  অপশন দেখতে পেয়ে যাবেন যার মধ্যে দুটি হল personal & Business । তো আপনি যে ধরনের লোন নিতে চান তার উপরে ক্লিক করবেন। যেমন পার্সোনাল লোন নিতে চাইলে পার্সোনাল এর ওপর বিজনেস লোন নিতে চাইলে বিজনেস এর উপর।
      > তৃতীয়,-  যদি পার্সোনাল এ ক্লিক করেন । তো সেখানে  লোন হিসেবে আপনারা পার্সোনাল লোন, হোম লোন, গোল্ড লোন, বাইক লোন বিভিন্ন ধরনের অপশন দেখতে পেয়ে যাবেন আপনি আপনার হিসেবে চুজ করে নিবেন।
      > চতুর্থ,- উদাহরণ হিসেবে আপনি যদি পার্সোনাল লোন এ ক্লিক করেন তাহলে আপনারা নিচে একটি ফর্ম পেয়ে যাবেন । যেখানে আপনাকে আপনার নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, আপনার পিনকোড অর্থাৎ পোস্টাল কোড, এবং সিটি অর্থাৎ জেলা চুজ করে নিচের " Submit " ক্লিক করে দিতে হবে।
      > পঞ্চম,- এরপর আপনার কাছে বন্ধন ব্যাংক থেকে একটি কল আসবে যেখানে আপনার সমস্ত তথ্য জানা হবে এবং সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনার লোনটি এপ্রুভড হয়ে যাবে এবং লোন এপ্রুভড হওয়ার দুই দিনের মধ্যেই আপনার একাউন্টে লোনের টাকা ট্রান্সফার করে দেওয়া হবে।

👉 Bandhan Bank loan শোধ কিভাবে দিবেন ( How to repay Bandhan Bank loan in Bengali )?
       - Bandhan Bank loan পরিশোধ আপনারা Bandhan Bank এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবে।
       - এছাড়া বন্ধন ব্যাংকের তরফ থেকে যখন আপনার কাছে কল আসবে তো আপনারা অন্যান্য তথ্য জানার পাশাপাশি কিভাবে লোন পরিশোধ করবেন তাও জেনে নিতে পারেন।
      
👉 Bandhan Bank Customer Care Number :-
       Mobile No :- 1800-258-8181
                                  :- 033-4409-9090
                                 
👉 Bandhan Bank এর গুরুত্বপূর্ণ লিঙ্ক (  Importance Link of Bandhan Bank )?
Bandhan Bank Official Link :- https://bandhanbank.com/
Bandhan Bank Personal loan link :- https://bandhanbank.com/bandhan-personal-loan
Bandhan Bank Home loan link :- https://bandhanbank.com/personal/home-loan
Bandhan Bank Gold loan link :- https://bandhanbank.com/personal/loan/gold-loan
Bandhan Bank Business loan link :- https://bandhanbank.com/personal/loan/gold-loan

Post a Comment

0 Comments