জমির মিউটেশন বা রেকর্ডে ভুল কারেকশন সংক্রান্ত প্রকল্প -
জমির রেকর্ডে যেকোনো ধরনের ছোটখাটো ভুল বা মিউটেশন এর জন্য জমি বা জায়গা সংক্রান্ত রেজিস্ট্রার অফিসে গিয়ে জমির রেকর্ডের ভুল কারেকশন বা মিউটেশন এর জন্য আবেদন করতে হত। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে এই দুয়ারে সরকার প্রকল্পের যে ক্যাম্প হবে ওই দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে জমির রেকর্ড এর যেকোনো ধরনের ছোটখাটো ভুল বা মিউটেশন করার জন্য আবেদন করা যাবে। নিম্নে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।-
👉 জমির মিউটেশন বা রেকর্ড কারেকশন প্রকল্পের উদ্দেশ্য Objectives Of Land Mutation And Record Correction Scheme On Duare Sarkar Camp)
- রেকর্ডকৃত মালিক জমির মিউটেশন বা নথিপত্রের ছোটখাটো ভুল কারেকশন করাতে পারবেন।
- রায়তের কাছ থেকে সরাসরি কেনা কৃষিজমির মিউটেশন বা নথিপত্রের ছোটখাটো ভুল কারেকশন করাতে পারবেন।
- উত্তরাধিকার সূত্রে পাওয়া পূর্বসূরীর মালিকাধীন জমির মিউটেশন বা নথিপত্রের ছোটখাট ভুল কারেকশন করাতে পারবেন।
👉 কারা কারা জমির মিউটেশন বা রেকর্ড কারেকশন প্রকল্পের সুবিধা পাবে (Who will benefit from the land mutation or record correction Scheme)
- এর সুবিধা পশ্চিমবঙ্গে বসবাসকারী যে কোন ব্যাক্তি পাবেন।
- মালিকাধীন ব্যক্তির জমি পশ্চিমবঙ্গের মধ্যে থাকতে হবে।
- মালিকাধীন ব্যক্তির নথিপত্রের মধ্য কোন ভুল থাকলে।
- কৃষি জমির মিউটেশন এর প্রয়োজন হলে।
👉 কি কি নথি বা তথ্যের প্রয়োজন মিউটেশন বা কারেকশনের জন্য ( Which Documents Are Required For land mutation or record correction Scheme)
🗼 নথিভূক্ত মালিক বা রায়তের কাছ থেকে কেনা কৃষি জমির মিউটেশন এর জন্য নথিপত্র সমূহ(Documents for mutation of agricultural land purchased from the registered owner or raiyat)
- রেজিস্টার্ড দলিলের কপি
- আধার কার্ডের কপি
- মিউটেশনের জন্য ঘোষণাপত্র
- কৃষিজমি এটি শুধুমাত্র কৃষি কার্যের জন্যই ব্যবহৃত হবে এই মর্মে ঘোষণা।
- মিউটেশনের জন্য দেওয়া দলিলটি জাল দলিল নয় বা বিকৃত নয় এই অর্থে ঘোষণা।
🗼 উত্তরাধিকার সূত্রে পাওয়া জমির মিউটেশন এর জন্য নথিপত্র সমূহ(Documents for mutation of inherited land)
- আইনি উত্তরাধিকার সংক্রান্ত সার্টিফিকেটের কপি ।
- জমির মালিক বা রায়তের ডেথ সার্টিফিকেট এর কপি।
- আইনি উত্তরাধিকার সংক্রান্ত সার্টিফিকেটের (ওয়ারিশ সার্টিফিকেট হলেও চলতে পারে) কপি।
🗼 জমির রেকর্ড এর ছোটখাটো ভুল সংক্রান্ত করেকশনের জন্য নথিপত্র সমূহ (Documents for correction of minor errors of land records)
- খতিয়ানের যে অংশটি সংশোধিত হবে তার সংশ্লিষ্ট দলিলের কপি।
- ব্যক্তির আধার কার্ড / ভোটার কার্ড এর কপি।
👉 জমির মিউটেশন বা রেকর্ড কারেকশনের জন্য কোথায় যেতে হবে (Where to go for land mutation or record correction)
- প্রথমত,- কৃষি জমির মিউটেশন বা রেকর্ডের ছোটখাটো ভুল কারেকশনের জন্য আপনি দুয়ারে সরকার যে ক্যাম্প হবে সেখানে গিয়েও করতে পারবেন।
- দ্বিতীয়তঃ,- আপনি বি.এল.এল.আর.ও অফিস গিয়ে যোগাযোগ করতে পারেন।
- তৃতীয়তঃ,- অনলাইনে আবেদনের জন্য আপনি পশ্চিমবঙ্গের ভূমি সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইট সেখানেও আবেদন করতে পারেন ওয়েবসাইটটি হল নিম্নরূপ :-
👉 জমির মিউটেশন বা রেকর্ড কারেকশন যদি দুয়ারের সরকার ক্যাম্পে সাহায্যে করা হয় তা হলে করনীয় কি(What to do if land mutation or record correction is done with the help of the door government camp)
- প্রথমত ,- আপনাকে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে।
- দ্বিতীয়তঃ টিকিট কাউন্টারে গিয়ে আপনার আধার কার্ড দেখিয়ে নাম নথিভুক্ত করতে হবে। আপনার আধার কার্ড টি নিয়ে সেখানে থাকা ব্যক্তি কম্পিউটারে নথিভূক্ত করবে সঙ্গে আপনাকে জিজ্ঞেস করবে কোন কোন স্কিমের জন্য এপ্লাই করবেন, তো আপনি উনাকে বলবেন যে কৃষি জমির মিউটেশন বা রেকর্ডের কারেকশনের জন্য, তারপর তিনি আপনাকে একটি টিকিট দেবে। ওই টিকিটের লেখা থাকবে আপনার স্কিমের নাম।
- তৃতীয়তঃ ওই টিকিটটি নিয়ে আপনাকে জমির মিউটেশন বা রেকর্ড কারেকশন সংক্রান্ত যে কাউন্টার থাকবে ওইখানে যেতে হবে। সেখানে গিয়ে আপনি যে কাজটি করবেন উনাদেরকে তা বলবেন। তো আপনার কাজটি ওনাদের দ্বারা করতে পারবেন।
👉 জমির মিউটেশন বা রেকর্ড কারেকশন সংক্রান্ত প্রকল্পের প্রশ্ন-উত্তর ( FAQ Of land mutation or record correction Scheme)
প্রশ্ন :- জমির মিউটেশন কি( What is Land Mutation) ?
উত্তর :- জমির মিউটেশন হলো কিনা জমিকে নিজস্ব মালিকাধীন করা অর্থাৎ নিজের নামে করা। ১ জানুয়ারি ২০১৮ এর নিয়ম অনুযায়ী উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির নিজস্ব নামে মিউটেশন করার পরেই ব্যাক্তি কিন্তু ওই জমি বিক্রির অধিকার পাবে তার আগে নয়। এবং এই মিউটেশন এর মাধ্যমেই ব্যক্তি পূর্বপুরুষ থেকে প্রাপ্ত জমির রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করতে পারবে।
প্রশ্ন :- জমির রেকর্ড কারেকশনের জন্য যদি দলিল হারিয়ে গেলে কি করবো (What can I do if the documents are lost for land record correction?
উত্তর :- জমির রেকর্ড কারেকশনের জন্য অবশ্যই দলিলের কপি দরকার যদি দলিলের কপি হারিয়ে যায় তাহলে ওই জমির একটি জাবদা দলিল ব্যক্তি বার করতে পারবে। এর জন্য ব্যক্তিকে জমিটি কোন মৌজায় রয়েছে সেই মৌজা নাম্বার সঙ্গে জমির দাগ নাম্বার ও জমিটি কবে রেজিস্টার করা হয়েছিল তার সাল নিয়ে জমি রেজিস্টার অফিস বা যিনারা দলিল লেখেন তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনি জাবদা দলিল কপি টি বার করতে পেরে যাবেন।
প্রশ্ন :- পূর্বপুরুষ থেকে প্রাপ্ত কৃষি জমির মিউটেশন এর জন্য যদি বাবা বা মা বা অন্য কোনো ব্যক্তির মৃত্যু সার্টিফিকেট না থাকে অথবা হারিয়ে যায় তাহলে করনীয় কি ( what can I do if Ancestor death certificate is lost )
উত্তর :- পূর্বপুরুষ থেকে প্রাপ্ত কৃষিজমি যিনার নামে ছিল তিনার যদি মৃত্যু সার্টিফিকেট হারিয়ে যায় বারনা থাকে তাহলে আপনি আপনার পঞ্চায়েত প্রধান অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। যদি রেজিস্টার করা থাকে তাহলে আপনি পেয়ে যেতে পারেন। আর না হলে যিনারা দলিল লেখেন তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে দেবে যে করণীয় কি।
প্রশ্ন :- জমির রেকর্ড যদি হারিয়ে যায় তাহলে করনীয় কি (What to do if land records are lost)
উত্তর :- আপনার যদি জমির রেকর্ড হারিয়ে যায় তাহলে আপনি পশ্চিমবঙ্গের ভূমি সংক্রান্ত যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে জমির দাগ নম্বর এবং মৌজা নম্বর দিয়ে রেকর্ডের জন্য এপ্লাই করতে পারবেন। এবং এপ্লাই করার 24 ঘন্টার মধ্যে আপনি কিন্তু রেকর্ড টি ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনি না পারেন তাহলে আপনি যে কোন সাইবার ক্যাফে যাবেন ওনারা আপনার কাজটি করে দেবে।
0 Comments