PhonePe Loan নেওয়ার পদ্ধতি -
বন্ধুরা, প্রত্যেকেরই টাকার প্রয়োজন রয়েছে , আপনি জানেন যে আজকের সময়ে প্রত্যেক ব্যক্তি কিছু না কিছু কাজ করে অর্থ উপার্জন করে তার প্রয়োজন মেটাচ্ছে,অবশ্যই আপনারা সবাই জানেন যে, আমাদের জীবনে টাকা কতটা গুরুত্বপূর্ণ, আজকের সময়ে আমরা টাকার জন্য কাজ করছি এটা ছাড়া একদমই বাঁচা যায় না কারন । আজকের দিনে টাকা ছাড়া কোন কাজ হয় না। এমন কিছু কি কাজ আছে যা আপনি টাকা ছাড়া করতে পারবেন। বন্ধুরা, ধরুন আপনি এমন একটি কাজ করেন যেখানে আপনি মাসে ৮০০০-১০০০০ টাকা পাচ্ছেন, এখন আমাকে বলুন যে আজকের দিনে আপনি এত অল্প টাকা দিয়ে কাজ করতে পারবেন, না। এমন পরিস্থিতিতে আমরা খুব চিন্তিত হয়ে পড়ি যে এখন আমাদের কি করা উচিত, আমরা কোথা থেকে টাকা পাবো এবং কিভাবে এই সমস্যা দূর করি। এইভাবে ভাবতে ভাবতে আপনার কোন বন্ধুর কথা মনে পড়লো যেখান থেকে আপনি কিছু টাকা পাওয়ার আশায় গেলেন কিন্তু সেখানে গিয়ে হয়েছে দিয়ে টাকার ব্যবস্থা না হয় তাহলে টেনসন আরো বেড়ে যায়। এই মুহূর্তে আপনি খুব হতাশ হয়ে পড়েন যে এখন আপনি কিছু বুঝতে পারছেন না কোথা থেকে টাকা আসবে, এসময় আপনার মাথায় আসলো যে লোন নেওয়া গেলে কেমন হতে পারে, বাজারে বিভিন্ন ধরনের লোন কোম্পানি রয়েছে যারা অনলাইনে এবং অফলাইনে তে লোন প্রোভাইড করে থাকে । কিন্তু অনলাইনে লোন কিভাবে নেয়া যায় সেই প্রসেস সম্পর্কে হয়তো আপনার জানা নাই । তো আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন PhonePe এর সাহায্যে অনলাইনে লোন নিয়ে কিভাবে আপনি আপনার অর্থ সমস্যা সমাধান করতে পারেন।
আজ আপনি এই পোস্টে জানতে পারবেন যে, কিভাবে আপনি PhonePe থেকে Loan এর জন্য আবেদন করতে পারবেন, PhonePe থেকে Loan নেওয়ার সময় আপনাকে কি কি ডকুমেন্ট দিতে হবে, PhonePe থেকে Loan নেওয়ার পর কত সময় পাবেন ফেরত দেওয়ার জন্য , PhonePe loan এ আপনাকে কত সুদ দিতে হবে।
👉 PhonePe কি ( What is PhonePe )?
- ফোন কি হলো একটি অনলাইন পেমেন্ট গেটওয় যার সাহায্যে টাকা লেনদেন, Mobile ও DTH রিচার্জ, গ্যাস ও ইলেকট্রিসিটি এবং অন্যান্য কিছুর বিল পেমেন্ট ইত্যাদি এই সমস্ত কাজ গুলি করা যায়। এছাড়া PhonePe এ UPI এর সুবিধাও রয়েছে। এছাড়া PhonePe ১০০ টির বেশি ব্যাংকের সঙ্গে যুক্ত রয়েছে। এবং প্লে স্টোরে তে ১০০ মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে।
👉 কিভাবে PhonePe থেকে loan নেওয়া যায় ( how to get loan from phonepe) ?
- PhonePe থেকে loan নেওয়ার কথা বলতে গেলে বলা যায়। PhonePe সরাসরি লোন দিয়ে থাকেন। PhonePe Flipkart এর সঙ্গে ব্যবসায়িক পার্টনারশিপে রয়েছে। তাই আপনারা ফ্লিপকার্ট এর মাধ্যমে PhonePe থেকে লোন নিতে পারবেন।
👉PhonePe থেকে কত টাকা লোন পাওয়া যায় ( How much loan can be taken from PhonePe )?
- যে কোনো loan কোম্পানি থেকে লোন নেওয়ার আবেদনের আগে এটা অবশ্যই জানতে হবে, ওই কোম্পানী থেকে আমরা কত টাকা লোন পেতে পারি, ওই টাকা লোন নেওয়ার পর আমাদের অর্থের চাহিদা কি পূরণ হবে? বন্ধুরা, যদি আমি PhonePe লোন এর কথা বলি, তাহলে এখান থেকে আপনি ৫০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত loan নিতে পাবেন।
👉 PhonePe লোন কতদিনের জন্য নেওয়া যায় ( How long can be taken for PhonePe loan ) ?
- আপনারা যদি কোন কোম্পানি থেকে লোন নিতে যান আপনাদেরকে এই বিষয়টা খুবই লক্ষ্য রাখতে হবে যে লোনটা আপনারা কত সময়ের জন্য পাচ্ছেন। কেননা হয়তো কোন কোম্পানি বা প্ল্যাটফর্ম থেকে লোন নিলেন কিন্তু আপনার কাছে টাকা আসার পূর্বেই সেই লোন পরিশোধ করার সময় এসে গেলো তো আপনারা ওই পরিস্থিতিতে লোন পরিশোধ করতে পারবেন না। phonePe লোন পরিশোধের জন্য আপনারা ৪ মাস থেকে ১২ মাস পর্যন্ত সময় পাবেন।
👉phonePe লোন এ কত % সুদ ( interest ) দিতে হয় ( what is % of interest for PhonePe loan ) ?
- যে কোনো কোম্পানি থেকে লোন নেওয়ার সময় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে লোন আপনি নিচ্ছেন তাতে কত % করে সুদ দিতে হবে কেননা এই বিষয়ে যদি আপনারা লোন নেয়ার সময় লক্ষ্য না রাখেন তাহলে পরবর্তী সময়ে লোন পরিশোধ করার সময় লোন এমাউন্ট এর সঙ্গে বেশি পরিমাণে সুদ দিয়ে পরিশোধ করতে হবে। phonePe লোন এ ৪৫ দিনের জন্য যদি লোন নেন অর্থাৎ ৪৫ দিনের মধ্যে যদি লোন পরিশোধ করে দেন তাহলে কোন সুদ (intarest) লাগবে না । ৪৫ দিনের থেকে বেশি দিনের জন্য নিলে সর্বোচ্চ 18% করে সুদ লাগতে পারে।
উদাহরণ হিসেবে -
৫০,০০০ টাকা ১০% সুদে ১২ মাসের জন্য নেন তাহলে আপনাকে সুদ দিতে হবে ৫৪৫৮ টাকা অর্থাৎ টোটাল আপনাকে ৫৫৪৫৮ টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ মাসিক EMI হিসেবে পেমেন্ট করতে হবে ৪৬২১.৫ পেমেন্ট করতে টাকা।
👉 phonePe থেকে কি কি লোন নেওয়া যায় (
- phonePe থেকে আপনারা phonePe personal loan নিতে পারেন)?
- phonePe থেকে আপনারা phonePe Business loan নিতে পারেন।
- phonePe থেকে আপনারা phonePe EMI loan নিতে পারেন।
- phonePe থেকে আপনারা phonePe Home loan নিতে পারেন।
👉 phonePe লোন এর কি কি সুবিধা রয়েছে ( what is advantages of Paytm personal loan ) ?
তো বন্ধুরা মার্কেটে অনেক ধরনের কম্পানি বা প্ল্যাটফর্ম রয়েছে যা লোন প্রোভাইড করে থাকে কিন্তু আপনি কেন phonePe থেকে লোন নিবেন । এর কারণ গুলি হল -
- phonePe loan এর জন্য কোন গ্যারান্টার এর প্রয়োজন হয় না ।
- phonePe loan বাড়িতে বসেই অনলাইনে এপ্লাই করতে পারবেন । আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না।
- phonePe loan এ ৪৫ দিন পর্যন্ত বিনা সুদে ঋণ নিতে পারবেন।
- phonePe loan এর টাকা আপনারা নিজস্ব প্রয়োজনে যে কোন খাতে ব্যাবহার করতে পারবেন।
- phonePe loan লোন ভারতবর্ষের যেকোনো ব্যক্তি নিতে পারেন।
👉phonePe loan এর ব্যবহার কোথায় কোথায় করা যাবে ( where you can use phonePe loan ) ?
phonePe লোনের টাকা আপনারা যে কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন যেমনঃ-,
- phonePe লোনের টাকা আপনারা পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
- phonePe লোনের টাকা আপনারা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
- phonePe লোনের টাকা আপনারা নিজস্ব সংসার চালানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
- phonePe লোনের টাকা আপনারা গাড়ি কেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
- phonePe লোনের টাকা আপনারা বাড়ি তৈরীর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
- phonePe লোনের টাকা আপনারা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ কেনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
- phonePe লোনের টাকা আপনারা যেকোনো ধরনের ব্যবসা করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
- phonePe লোনের টাকা আপনারা ট্রাভেল অর্থাৎ বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
- phonePe লোনের টাকা আপনারা মোবাইল ও DTH রিচার্জ, ও বিভিন্ন ধরনের বিল পেমেন্ট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
- phonePe লোনের টাকা আপনারা নিজস্ব খরচা চালানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
👉phonePe loan কারা কারা নিতে পারবেন ( who is take phonePe loan ) ?
- আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে phonePe loan এর জন্য এপ্লাই করতে পারেন ।
- আপনার বয়স ১৮-৬০ বছরের মধ্যে হতে হবে ।
👉phonePe loan এর জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন ( which document are required for phonePe loan ) ?
- ID proof ( আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/ পাসপোর্ট )
- Address proof ( আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/ পাসপোর্ট )
- PAN card
- Bank Passbook
-
👉 phonePe loan এর জন্য এপ্লাই কিভাবে করা যায় ( how to apply for phonePe loan ) ?
প্রথমত গুগল প্লে স্টোর থেকে phonePe অ্যাপ্লিকেশন থেকে ইন্সটল করে নিতে হবে।
- তারপর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই এর মাধ্যমে রেজিস্টার করে নিতে হবে।
- তারপর আধার নাম্বার দিয়ে মিনি kyc কমপ্লিট করে নিতে হবে ।
- তারপর আপনাকে ব্যাংক একাউন্ট PhonePe এ অ্যাড করতে হবে।
- তারপর PlayStor থেকে আরও একটি অ্যাপ ইনস্টল করতে হবে তা হলো Flipkart App এবং ওই একই নাম্বার দিয়ে রেজিষ্টার করতে হবে।
- এরপর Flipkart App ওপেন করে Flipkart Pay Later অপশন টি চালু করতে হবে।
- এরপর আপনাকে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনারা লোন লিমিট দেখতে পেয়ে যাবেন। সেই অনুযায়ী আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
- এরপর লোনের জন্য অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্রুভড হলে , আপনি আপনার PhonePe Account এ পেয়ে যাবেন।
- এরপর PhonePe অ্যাপ ওপেন করে My Money তে ক্লিক করলে টাকা দেখতে পেয়ে যাবেন । এরপর আপনি ওই টাকাটা ব্যাবহার করতে পারবেন।
👉 phonePe loan শোধ কিভাবে দিবেন ( How to repay phonePe loan )
- phonePe loan পরিশোধ করার জন্য আপনাকে PhonePe অ্যাপটি ওপেন করে নিতে হবে।
- তারপর PhonePe loan Repayment অপশন পেয়ে যাবেন
- ওই PhonePe loan Repayment ক্লিক করে লোন পরিশোধ করবেন।
👉 PhonePe Customer Care Number :-
Mobile No :- 080-68727374
:- 022-68727374
👉 PhonePe এর গুরুত্বপূর্ণ লিঙ্ক ( Importance Link of phonePe )?
Official Link :- https://www.phonepe.com/
Contact Link :- https://www.phonepe.com/contact-us/
0 Comments