NSP Pre Matric Scholarships Scheme for Minorities 2021-22
- সংখ্যালঘুদের জন্য NSP(National Scholarship Portal) Post Matric Scholarships Scheme for Minorities 2021-22। সংখ্যালঘু সম্প্রদায়ের ক্লাস প্রথম থেকে দশম শ্রেণি দের জন্য একটি স্কীম। এই বৃত্তির লক্ষ্য হল সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী ও মেধাবী ছাত্রদের শিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করা এবং আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান বৃদ্ধি করা। যাতে করে তারা শিক্ষা গ্রহণে এবং শিক্ষা চালিয়ে যেতে আগ্রহী হয়।
👉NSP Pre Matric Scholarships আবেদনের যোগ্যতা ( eligibility criteria for NSP pre Matric Scholarships in Bengali ) ?
- NSP Portal এ আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ক্লাস প্রথম থেকে দশম শ্রেণী তে অধ্যয়নরত হতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই পূর্ববর্তী চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর বা সমমানের গ্রেড অর্জন করে থাকতে হবে। শুধুমাত্র প্রথম শ্রেণী ছাড়া।
- সঙ্গে আবেদনকারীকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের (মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং জরথুস্ট্রিয়ান/পার্সি) হতে হবে।
- আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় সমস্ত উৎস থেকে ১ লক্ষের কম হতে হবে ।
👉NSP Pre Matric Scholarships এ টাকার পরিমান ( scholarship amount of NSP Pre Matric Scholarships in Bengali )?
- ক্লাস প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা : প্রতি বছর ১০০০ টাকা করে পাবে।
- ক্লাস ৬ থেকে ১০ স্তরের শিক্ষার্থীরা ( ডে স্কলার): প্রতি বছর ৪০০০ টাকা।
- ক্লাস ৬ থেকে ১০ স্তরের শিক্ষার্থীরা (হোস্টেলার্স ) প্রতি বছর ৬০০০ টাকা ।
👉 NSP Pre Matric Scholarships এ আবেদনের ডকুমেন্টস সমূহ ( applying documents for NSP Pre Matric Scholarships in Bengali )
- আবাসন শংসাপত্র (Domicile Certificate)
- ছাত্র ফটোগ্রাফ (Student Photograph)
- শিক্ষার্থীর দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের স্ব -ঘোষণা পত্র (Self Declaration of minority community certificate by the student)
- পূর্ববর্তী একাডেমিক মার্ক শীটের ফটো কপি (Self-attested copy of previous academic mark sheet)
- বর্তমান কোর্স ভর্তির ফি এর ফটো কপি (Fee receipt of current course year)
- - আধার তালিকাভুক্তি/আধার কার্ডের স্ক্যান কপি (Scanned copy of Aadhar Enrollment/Aadhar Card)
- মনোনীত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষ দ্বারা জারি করা আয় শংসাপত্র (Income certificate issued by designated state/UT authority)
- ছাত্রের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রমাণ অথবা সঙ্গে যৌথ অ্যাকাউন্ট (Proof of bank account in the name of the student or joint account with)
👉 ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এ আবেদনের পদ্ধতি ( how to apply Pre matric scholarship on national scholarship portal in Bengali )?
প্রথমত,- NSP এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিটের জন্য - Click Here
এরপর,- NSP এ যদি একাউন্ট না থেকে থাকে তাহলে "New User? Register" Button এ ক্লিক করতে হবে।
এরপর,- আপনাদের কাছে বিভিন্ন ধরনের গাইডলাইন দেখাবে যে কিভাবে আপনাকে সমস্ত ডিটেলস ফিলাপ করতে হবে এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। তো আপনি নিচে স্ক্রল করে আসবেন তো এর টার্মস এন্ড কন্ডিশন গুলি এক্সেপ্ট করার কথা বলবে, তো আপনি তিনটি ঘরেতে টিক মার্ক দিয়ে টার্মস এন্ড কন্ডিশন গুলিকে এক্সেপ্ট করে নিবেন। এবং নিচে "Continue" বাটন এ ক্লিক করে এগিয়ে যাবেন।
এরপর,- আপনাদের কাছে স্কলারশিপের ফর্ম টি ওপেন হয়ে যাবে ফর্মটি তে প্রয়োজনীয় তথ্যগুলো কে দিয়ে ভরতে হবে যা যা চাইবে।
যেমন - আবাসিক রাজ্য ( State Of Domicile)
- বৃত্তি বিভাগ ( Scholarship Catagory)
- শিক্ষার্থীর নাম ( Student Name)
- বৃত্তি টাইপ ( scheme type )
- জন্ম তারিখ ( Date Of birth )
- লিঙ্গ ( Gender )
- মোবাইল নম্বর ( মোবাইল নাম্বার )
- ইমেল আইডি ( Email Id )
- ব্যাঙ্কের বিবরণ প্রদান করতে হবে (ব্যাংকের নাম, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নম্বর)
- পরিচয় পত্র ( Identification Details
- এরপর,- Captcha Fill করে 'Register' বাটন এ ক্লিক করতে হবে।
এরপর,- আপনি যে মোবাইল নাম্বারটা দেবেন তাতে OTP কোড আসবে OTP টি ভেরিফাই করলেই আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে।
👉 NSP প্রি ম্যাট্রিক স্কলারশিপ এর আবেদনের শেষ তারিখ (NSP Pre matric Scholarship applying Last date 2021-22)
- ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এ প্রি ম্যাট্রিক স্কলারশিপ এর আবেদনের শেষ তারিখ হল ১৫ নভেম্বর ২০২১ ।
👉 NSP প্রি ম্যাট্রিক স্কলারশিপের স্কুল বা কলেজ ভেরিফিকেশন লাস্ট ডেট ২০২১-২২ ( NSP Pre Matric Scholarship School Verification Last Date 2021-22)?
- NSP প্রি ম্যাট্রিক স্কলারশিপ এর স্কুল বা কলেজ ভেরিফিকেশন এর লাস্ট ডেট হল ১৫ ডিসেম্বর ২০২১ ।
👉 গুরুত্বপূর্ণ লিঙ্ক গুলি ( Important Links for NSP Scholarships)
- Official Link :- https://scholarships.gov.in/
- New Registration Link :- https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction
👉NSP এ যোগাযোগের মাধ্যম ( NSP Contact Details )
- Ministry of Minority Affairs, Government of India
- Phone: 0120-6619540
- Email: helpdesk@nsp.gov.in
0 Comments