- Rupashree prakalpa !! Rupashree prakalpa from download !! Rupashree prakalpa apply method !! Documents for rupashree prakalpa !! Rupashree prakalpa status online check !!
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছে যার মধ্যে একটি হলো রূপশ্রী প্রকল্প। নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর এর মতে, এই রাজ্যের তথা পশ্চিমবঙ্গের যেসব মেয়ের পারিবারিক আয় বছরে ১,৫০,০০০ টাকার কম, তারা শুধুমাত্র প্রথমবার বিবাহের জনা রূপশ্রী প্রকল্পের মাধ্যমে তারা এককালীন ২৫,০০০ টাকা অনুদান পেতে পারেন। তাই আজকের এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য কি কি শর্তাবলী রয়েছে। রূপশ্রী প্রকল্পে আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। রূপশ্রী প্রকল্পের ফর্ম কিভাবে ডাউনলোড করবেন। রূপশ্রী প্রকল্পের ফর্ম কোথায় গিয়ে জমা দিবেন। রূপশ্রী প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে কিভাবে চেক করবেন।
👉 কারা কারা আবেদন করতে পারবেন ( who can apply for rupashree prakalpa in Bengali )?
১) কমপক্ষে ১৮ বছর বয়সি যে কোনও অবিবাহিতা মেয়ে প্রথম বিবাহের জন্য আবেদন করতে পারবেন এই প্রকল্পটিতে।
২) পাত্রের বয়স কমপক্ষে ২১ বছর বা তার বেশি হতে হবে।
৩) এই রাজ্যে জন্ম হয়েছে বা বিগত ৫ বছর যাবৎ পশ্চিমবঙ্গে বাস করছে অথবা পিতামাতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা।
৪) পারিবারিক বার্ষিক আয় ১৫ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
৫) আবেদনকারীর নিজের নামে ব্যাঙ্ক একাউন্ট থাকতে হবে যেখানে IFSC & IMCR কোড আছে।
👉 যে সব নথি জমা দিতে হবে ( required documents for rupashree prakalpa in Bengali )?
১) পারিবারিক আয় : স্বঘোষণা পত্র।
২) আবেদনকারীর বয়সের প্রমাণপত্র : জন্মের শংসাপত্রের ফটোকপি /ভোটার কার্ড/প্যান কার্ড/মাধামিকের আডমিট কার্ড / আধার কার্ড /সরকার অনুমোদিত বিদ্যালয় ছাড়ার শংসাপত্রের স্বপ্রতায়িত ফটোকপি।
৩) আবেদনকারীর বৈবাহিক অবস্থার স্বঘোষণা পত্র।
৪) বসবাসের প্রমাণ : স্বঘোষণা পত্র।
৫) ব্যাঙ্ক পাশবইয়ে IFSC & IMCR কোড সহ দরকারি তথ্য আছে সেই পৃষ্ঠার কটোকপি।
৬) আবেদনকারী অর্থাৎ পাত্রী ও পাত্রের রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৭) প্রস্তাবিত বিয়ের প্রমাণ : বিবাহের নিমন্ত্রণ পত্র/ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিশ / স্বঘোষণা পত্র - এগুলোর মধ্যে যেকোনো একটি বা সবগুলোই দিতে পারেন।
৮) প্রস্তাবিত পাত্রের বয়সের প্রমাগপত্র : প্রস্তাবিত পাত্রের জন্যর শংসাপত্রের ফটোকপি / ভোটার কার্ড/প্যান কার্ড/মাধামিকের আযডমিট কার্ড/ আধার কার্ড/ সরকার অনুমোদিত বিদ্যালয় ছাড়ার শংসাপত্রের কটোকপি।
👉 রূপশ্রী প্রকল্পের ফরম অনলাইনে কিভাবে ডাউনলোড করা যায় ( how to download rupashree prakalpa form online in Bengali )?
রূপশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য এই ক্লিক হেয়ার এ ক্লিক করে ডাউনলোড করতে পারেন = Click Here
অথবা,- আপনি অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও ডাউনলোড করতে পারেন। একেবারে নিচে গেলে লিঙ্কটি পেয়ে যাবেন।
👉 আবেদনের পদ্ধতি ( how to apply rupashree prakalpa in Bengali )?
উপযুক্ত কাগজপত্র সহ স্থানীয় বিডিও অফিসে বা মহকুমাশাসকের অফিসে / পুর কমিশনারের অফিসে প্রস্তাবিত বিয়ের ৩০ ধেকে ৬০ দিন আগে আবেদন করতে হবে।
👉 রূপশ্রী প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে কিভাবে চেক করা যায় ( how to check rupashree prakalpa status online in Bengali )?
রূপশ্রী প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করার জন্য আপনাকে নিম্নোক্ত ক্লিক হেয়ার এ ক্লিক করতে হবে = Click Here
এরপর আপনাদের কাছে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনাকে আপনার ruposhree application ID দেওয়ার পর Application Year সিলেক্ট করে নিচে " Submit " এ ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস টি দেখতে পেয়ে যাবেন যে কোন পর্যায়ে রয়েছে।
0 Comments